Sunday, February 12, 2017

বিচার বিভাগ ও বিচারপতি



১. ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত ১ম সুপ্রিম কোর্টের ১ম প্রধান বিচারপতি কে?
উ: স্যার এলিজা ইমপে।
২. ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত ১ম হাইকোর্টের ১ম প্রধান বিচারপতি কে?
উ: স্যার বার্নেস পিকক।
৩. ১৯৪৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত ১ম হাইকোর্টের ১ম প্রধান বিচারপতি কে?
উ: এএসএম আকরাম।
৪. স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত ১ম সুপ্রিম কোর্টের ১ম প্রধান বিচারপতি কে?
উ: এএসএম সায়েম। 
৫. কলকাতা হাইকোর্টের ১ম বাঙালি বিচারপতি কে ছিলেন?
উ: শম্ভুনাথ পন্ডিত।
৬. কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি কে ছিলেন? 
উ: স্যার রমেশচন্দ্র মিত্র।
৭. কলকাতা হাইকোর্টের ১ম মুসলিম বিচারপতি কে ছিলেন?
উ: স্যার সৈয়দ আমীর আলী।
৮. বাংলাদেশে একই সঙ্গে কখনও কি ২ জন প্রধান বিচারপতি ছিলেন?
উ: হ্যা ছিলেন। ১৯৭৬ সালের সামরিক আইন ২য় ঘোষণা আদেশ (১৯৭৬ সালের ৪ নং আদেশ) বলে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে দ্বিখন্ডিত করা হয়। দুটি সর্বোচ্চ বিচার বিভাগীয় স্বতন্ত্র স্থাপনা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এই ২ভাগে বিভক্ত করা হয়। তৎকালিন দায়িত্ব পালনরত প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করেন এবং বিচারপতি রুহুম ইসলামকে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ১৯৭৭ সালের সামরিক আইন দ্বিতীয় ঘোষণা আদেশ(১০ম সংশোধনী) বলে (১৯৭৭ সালের ১নং ২য় ঘোষণা আদেশ) শীর্ষ পর্যায়ের আদালত দুটির একত্রীকরণ করা হ। একত্রীকরণ পর্যন্ত উপরোক্ত ২ জন প্রধান বিচারপতি স্ব - স্ব পদে বহাল ছিলেন। 
৯. বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয় কখন?
উ:১৮ ডিসেম্বর ১৯৭২ সালে। (১৬ ডিসেম্বর ১৯৭২ সংবিধান কার্যকর হওয়ার পূর্বে কোন সুপ্রিম কোর্ট ছিলনা তখন ছিল ক. বাংলাদেশ হাইকোর্ট; খ. বাংলাদেশ হাইকোর্টের আপীল বিভাগ)। 
১০. ভারতীয় উপমহাদেশে ১৮৩৪ সালে গঠিত ১ম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উ: থমাস ব্যাবিংটন ম্যাকলে।

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *